সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি।। ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার অডিটোরিয়াম হল রুমে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাজী শফিউল আজম খান (বারকু) সভাপতি ঢাকা জেলা আওয়ামী যুবলীগ, ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন
ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানাউল হক সুজন, সহ উপজেলার ১৬ টি ইউনিয়ন থেকে আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সবার সমন্বয়ে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেস হোসেনকে অব্যাহত ঘোষণা করেন।
সেই সাথে আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ২১ দিনের মধ্যে যুবলীগের ১০ জন বিশিষ্ট কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়, তিনি আরও বলেন অবস্বয় যাদের এই কমিটিতে আনবেন তাদের পুরো বায়ডাটা ভালো করে জেনে
শুনে নিবেন, তার মা বাবা কি করে, আগে কোন দলে ছিল কিনা, ভালো ভাবে জাস্টিফাই করে তাদের সিভি সংগ্রহ করে আমাদের কাছে দিন, তাহলেই আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত দল হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারব ইনশাআল্লাহ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন