মোরশেদ উল আলম,দিনাজপুর প্রতিনিধি।। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত চলছে। কোন চক্রান্ত-ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে থামাতে পারবে না। বলে জানিয়েছন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
সোমবার (১০ জানুয়ারী) বেলা ১১ টার সময় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরোও বলে উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা গুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মহানায়ক। বাংলার মানুষের অধিকারের জন্য জীবনের শ্রেষ্ঠ সময় গুলো জেলে কাটিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে অসমাপ্ত কাজগুলিসহ উন্নয়নমূলক কাজগুলি তাঁর যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী
এছাড়া আরোও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার,সাইতাড়া ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান সন্তোষ কুমার রায়,সাইতাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মৌলানা শাহজাহান আলী সরকার,সহ সভাপতি মোতাহার হোসেন বাদল প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সভায় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাইতাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সন্তোষ কুমার রায়কে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও প্রধান অতিথি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কে জাতিসংঘের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য স্মারক ডাক টিকেট তৈরীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনকারি ও বিভিন্ন কর্মকান্ড পরিচালনাকারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির বিভিন্ন কর্মসূচি নিয়ে নাসরিন ইসলামের ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠানে তৃণমূল নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় তিনিও বক্তব্য রাখেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম