নিজস্ব প্রতিনিধি।। যশোরে প্রকাশ্যে কোরবান আলী (পচা) কুপিয়ে হত্যার প্রধান আসামী রোকন হাসান রনি (২৮) গ্রেফতার করা হয়েছে।
গতকাল (৩রা মার্চ) বিকেলে বগুড়া সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রোকন হাসান রনি যশোর জেলার কোতয়ালী থানার খোলাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোরবান আলী হত্যার প্রধান আসামীকে বগুড়ার সদর থানা থেকে গ্রেফতার করা হয়। এরপর আসামীর দেওয়া স্বীকারোক্তি থেকে হত্যার সময় ব্যবহৃত সরঞ্জাম দা উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সকালে যশোর এমএম কলেজের পুরাতন ছাত্রাবাসের সামনে পূর্ব শত্রুতার জের রে কোরবানী আলীকে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরন করেন তিনি। নিহতের আত্নীয়রা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পর হত্যা মামলা আরেক আসামী রিচাড বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারের নির্দেশে যশোরের হত্যার প্রধান আসামীকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু