নিজস্ব প্রতিবেদক সাভার।। জ্বালানী সংকটে ৫ জুন থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।কয়লা আমদানী করতে অন্তত ২০ থেকে ২৫ দিন সময় লাগবে বলেও জানান তিনি।
শনিবার (৩ জুন) দুপুরে সাভারের বিরুলিয়ায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন,উৎপাদন বন্ধ থাকায় সারাদেশে বিদ্যুৎ সংকটের কারণে লোড শেডিং বেড়েছে। জাতীয় গ্রীডে দেড় হাজারেরও বেশি লোডশেডিং রয়েছে,যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, লোডশেডিংয়ের কারণে বিএনপি যদি আন্দোলন করতে পারে,সরকার বাধা দেবে না। কারণ গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধীকার সবার আছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও পররাষ্ট্র্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড.এম সামসুল আলমসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম