আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চলমান সংকট নিরসনে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা থামাতে নির্বাচনের বিকল্প নেই।
আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘দায়ীদের সবাইকে খুঁজে বের করে, বিচারের আওতায় আনতে হবে। আর যে সংকট চলছে, তা থেকে উত্তরণে একমাত্র সমাধান নতুন সরকার, নতুন সংসদ। দেশের ভবিষ্যত উন্নতির জন্য সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে।’
এদিকে বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত পদত্যাগ করেছেন চার সংসদ সদস্য । এ অবস্থায় লেবাননকে আর্থিক সহায়তা দিতে সম্মেলনে বসতে যাচ্ছেন বিশ্বনেতারা।
গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই ক্ষোভে ফুঁসছে লেবানন। শুরু থেকেই বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতি, অনিয়ম আর দায়িত্বে অবহেলার কারনেই ভয়ঙ্কর এই দুর্ঘটনা। তাই এবার ডাক সরকার পতনের। সহিংস বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা চালিয়ে দখল করে নেয়। প্রেসিডেন্ট মাইকেল আউনের ছবি নামিয়ে ফেলে ও ব্যাপক ভাঙচুর চালায় তারা।
আশপাশের কয়েকটি ভবনেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। চলে গুলিও। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। সংঘর্ষে আহত হয় প্রায় ৮শ বিক্ষোভকারী। আটক করা হয়েছে ২০ জনকে।
২০১৩ সাল থেকেই বৈরুত বন্দরের একটি গুদামে মজুদ ছিল ২৭ টন অ্যামোনিয়াম নাইট্রেট। দাহ্য পদার্থ জেনেও কেন এগুলো এতদিন ফেলে রাখা হলো, বিস্ফোরণের পর থেকেই, তা নিয়ে ওঠে প্রশ্ন।
আমাদেরবাংলাদেশ/রিফাত