আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আফগানিস্তানের গজনিতে আরিয়ানা এয়ালাইন্সের ৩৫৮ নং বিমানটি ৮৩ যাত্রী নিয়ে দেশটির তালিবান নিয়নন্ত্রিত দেহ ইয়াক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
তবে বিমানটির ভেঙে পড়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।