জেলা প্রতিনিধি, কক্সবাজার:
বেশ কিছু দিন নীরব থাকার পর কক্সবাজারে আবারো সক্রিয় মানবপাচার চক্র। তবে, এবার তাদের লক্ষ্য রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, মানব পাচারকারী চক্রের লোকজন আশ্রয় শিবিরের যুবক-যুবতী ও কিশোরদের অতি গোপনে সমুদ্রপথে পাচারে অপতৎপরতা চালাচ্ছে।
অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে নৌকায় সাগর পাড়ি দিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। উন্নত জীবনযাপনের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যাওয়ার প্রবণতা বেড়েছে রোহিঙ্গাদের। আর এই সুযোগে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে দালালরা।
উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে দালালদের অপতৎপরতা ক্রমেই বাড়ছে। কঠোর নরজদারি পরও দালালরা সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দয়ে সাগর পথে পাড়ি জমাচ্ছে বিদেশে।
এদিকে মানবপাচার বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকেই দুষছে জেলার সচেতন মহল। তবে পুলিশ বলছে, মানবপাচার প্রতিরোধে তারা আছেন।
গত ৭ জানুয়ারি টেকনাফের নাফ নদী থেকে মালয়েশিয়া পাচারকালে ১৫ রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও গেল বছরের নভেম্বর মাসে পৃথক অভিযানে আটক হয় ৫৩ রোহিঙ্গা। পাচারের অভিযোগে আটক করা হয় ৬ দালালকে।