নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া কুরগাঁও নতুন পাড়া ও পলাশবাড়ী এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২ (দুইশত) ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়া কুরগাঁও নতুন পাড়া ও পলাশবাড়ী এলাকায় থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২ (দুইশত) ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,১। মোঃ আলী হোসেন (৪০), পিতা-মৃত আমির উদ্দিন,গ্রাম-কুরগাঁও নতুন পাড়া,থানা-আশুলিয়া ২। মতিন (৩৫),পিতা-মোঃ রাজ্জাক শেখ, গ্রাম-কুরগাঁও নতুন পাড়া,থানা- আশুলিয়া,৩। মোঃ শাহিন আলম (৩২),পিতা-মৃত নুরুল ইসলাম,গ্রাম-কুরগাঁও পুরান পাড়া,থানা- আশুলিয়া,জেলা ঢাকা,৪। মোঃ নাহিদ (২৪), পিতা-মোঃ শহিদুল ইসলাম,গ্রাম-মনিরচর, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম,বর্তমান-ভাসমান।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও এস আই মোঃ শেখ ফরিদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার রাত্র ৯টা ৩০ মিনিট ও ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া কুরগাঁও নতুন পাড়া ও পলাশবাড়ী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আলী হোসেন,২। মতিন (৩৫),৩। মোঃ শাহিন আলম (৩২),৪। মোঃ নাহিদ (২৪),নামের ৪ ব্যাক্তিকে ১৫ গ্রাম হেরোইন ও ২ (দুইশত) ইয়াবাসহ তাদের-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
Leave a Reply