নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এর কাছে উপজেলা নির্বাচনে অফিস কার্যালয়ে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
আগামী (২৯ শে ডিসেম্বর) ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন,গতকাল বৃহস্পতিবার ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ তারিখ। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে নির্বাচন অফিসে আসেন।
সাভার উপজেলা রির্টানিং অফিসার রফিকুল ইসলাম বলেন,ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর সকালে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।
১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিয়েছন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু,বকুল ভূইয়া,আকবর হোসেন মৃধা, বিএনপির সমর্থিত দেলোয়ার সরকার,মিনি আক্তার,জিল্লা রহমান,জাতীয় পার্টির আল কামরান,আবুল হোসেন,আব্দুর রহমান,মজুল হক।
এলাকাবাসী জানান,আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচন জমে উঠেছে এছাড়া এলাকাবাসী আরোও জানান,আওয়ামী লীগেরে একজন নৌকা প্রতীক নিয়ে আরেকজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে এদের দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,ইয়ারপুর ইউনিয়নে সর্ব মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩শত ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন। ৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা কাজ করে যাচ্ছেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউহিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
Leave a Reply