আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩৮শ’ ছাড়িয়েছে। আর আক্রান্ত ১ লাখ ৮ হাজারেরও বেশি।
ভাইরাসের উৎসস্থল চীনে মারা গেছে ৩১শ’র বেশি মানুষ। চীনের বাইরে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু ইতালিতে। একদিনেই প্রাণহানি হয়েছে ১৩৩ জনের। এ নিয়ে দেশটিতে ৩৬৬ জনের মৃত্যু হলো এ ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত সাড়ে ৫শ’ মানুষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
এ অবস্থায় এক হাজারের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এশিয়ার অনেক দেশেও ছড়িয়েছে করোনা ভাইরাস।
এদিকে করোনার বিস্তার ঠেকাতে ৯টি দেশের সাথে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে রীতিমতো মহামারি আকার ধারণ করেছে এ সংক্রমণ।