আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রায় ৪৭৫১ জন মারা গিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীন। এরপরের অবস্থানেই রয়েছে ইতালি। ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব তথ্য জানায়।