ঢাকা।। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে একদিনে প্রাণহানি প্রায় ১ লাখ সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। নতুন করে বিশ্বে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ১২ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার ৪০৭ জন মানুষ মারা গেছে এই ভাইরাসে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৩ হাজারের বেশি। নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানে আক্রান্তের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের আক্রান্ত সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এছাড়া, দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে প্রায় ৩৯ হাজার মানুষ।
এদিকে, ইউরোপের দেশ ইতালিতে একদিনে নতুন করে প্রাণ হারায় ৬০২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো । মোট আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন।
অপরদিকে, স্পেনে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে সাড়ে ১৮ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৭৪ হাজারের বেশি।
এদিকে, যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় আরও ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজারের বেশি । দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ৮৭৩ জন।
অপরদিকে, ফ্রান্সে ২৪ ঘন্টায় মারা গেছে ৭৬২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ১ লাখ ৪৩ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে ২৭ হাজার ৮০৫ জন।
এছাড়া, ২৪ ঘন্টায় ইরানে ৯৮, বেলজিয়ামে ২৫৪, জার্মানিতে ৩০১ জন, ব্রাজিলে ২০৪, নেদারল্যান্ডে ১২২ এবং ভারতে ৩৫ জনের মৃত্যু হয়েছে