আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৮৭তম দিনে নতুন করে ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৬ শতাংশ।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত