কলাপাড়া প্রতিনিধি,
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে আন্তঃ নীলগঞ্জ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্ভোদন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা নিয়াজ এম ফেরদৌস মিনি স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করবেন। উদ্ভোদনিয় খেলায় বন্ধু মহল নাইন স্টার নবীপুর ও নীলগঞ্জ রয়েল কিং এই দুই দল অংশ গ্রহন করেন। গ্রামীণ জনপদে জনপ্রিয় খেলা ফুটবল তাও রাতের আঁধারে আলোর মাধ্যমে অনুষ্ঠিত হওয়ায় শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে দর্শকের সারিতে অবস্থান নিয়ে খেলা উপভোগ করেন। স্থানীয় যুবক মানিক ও তরিকুল এবং তরুণ জানান, রাতে এ ধরনের একটা খেলার আয়োজন করায় সত্যি আমরা আনন্দিত। এই খেলা যেন অব্যহত থাকে সে জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলা উদ্ভোদন করেন। টুর্নামেন্ট উদ্ভোদনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া,জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, উপজেলা আওয়ামিলীগ দপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রমূখ।