রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি পান।
গত ১৬ অক্টোবর টেলিভিশন টক শোতে নারী সাংবাদিককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। ওই ঘটনায় ঢাকার আদালতে মানহানির মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক। এরপর রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়।
এর মধ্যে রংপুরে দায়ের হওয়া একটি মামলায় গত ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।