ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন কে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার বিকাল ৪টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা মতবিনিময় করেন।
মতবিনিময়ে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন, কেশবপুর নিউজ ক্লাব সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, দেশের উন্নয়নমুখী সকল প্রকার কর্মকাণ্ড তুলে ধরতে উপজেলা প্রশাসনের সহযোগি হিসেবে কাজ করবে কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহ- সভাপতি খায়রুল আনাম, সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা,প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান কবীর,মোস্তাফিজুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান,সহ- প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান রকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ। সভাপতি আশরাফুজ্জামানের এমন কথাকে সাধুবাদ জানিয়েছেন নবাগত কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।