ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির মধুপল্লীতে উৎসবমুখর পরিবেশে র্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠিত কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা ও মধ্যাহ্নভোজ এ উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান। সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম বিপ্লব, প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মিন্টু, মোঃ শাহাজাহান কবীর, মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ আবু সালেহ মাসউদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান রকি, ক্রীড়া সম্পাদক মোঃ হালিম, ফটো সাংবাদিক ফেরদাউস কামাল শাওন, কার্যনির্বাহী সদস্য মনতোষ দাস প্রমুখ। উক্ত মাসিক সভায় কেশবপুর নিউজ ক্লাবের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মধ্যাহ্নভোজ শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান।