গত ৭ মাসে ১২ হাজার ৪৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে | আমাদেরবাংলাদেশ.কম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

গত ৭ মাসে ১২ হাজার ৪৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • সর্বশেষ আপডেট বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গত ৭ মাসে চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মহিলা আসনের সদস্য রুমানা আলীর লিখিত প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। এসময় তিনি বলেন,চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,করোনার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ এবং ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। সরকারপ্রধান বলেন,২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোনো বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকার নানানমুখী পদক্ষেপ নিয়েছে।

এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর নজর কেড়েছে। তিনি বলেন,সরকার সার ব্যবস্থাপনা সংস্কার,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রাকৃতিক দুর্যোগে প্রণোদনা প্রদান ও সারসহ কৃষি উপকরণে উন্নয়ন সহায়তা প্রদান করছে।

তিনি জানান, চলমান কৃষি সেচ মৌসুম,আসন্ন রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের বর্ধিত চাহিদা মেটানো,শিল্প খাতে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং রপ্তানিমুখী বিভিন্ন কলকারখানার নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার উদ্দেশ্যে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানিপূর্বক বর্ধিত চাহিদা পূরণ করতে হবে।

এই কারণে সরকার অন্যান্য ভোক্তা শ্রেণিকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র বিদ্যুৎ,শিল্প,ক্যাপটিভ বিদ্যুতে ও বাণিজ্যিক খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব খাতে গ্যাসের চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved ©আমাদের বাংলাদেশ ডট কম
Developed By amaderbangladesh.com