ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ফেব্রুয়ারী) দুপুরে জেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) সুশান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রিটন, কোষাধ্যক্ষ মোঃ ওয়াহেদুর রহমান রিমন।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম।
১০ জানুয়ারি থেকে শুরু হওয়া মাস ব্যাপি এই প্রশিক্ষন কর্মশালায় অংশ করেন বাছাই কৃত ৩৪ জন খেলোয়াড়। প্রশিক্ষণ শেষে আজ সকলকে সনদ প্রদান করা হয়।