গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামে নিজ শয়ন ঘর থেকে স্বামী-স্ত্রী‘র লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে স্বামী-স্ত্রী ঘুম থেকে না ওঠায়,তাদের দুই শিশুর ঘরের ভেতর কান্নাকাটি শব্দে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে দেখতে পায় স্ত্রী রুমি বেগমের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে এবং স্বামী জামিরুলের লাশ রশিতে ঝুলানো।
পরে সাঘাটা থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে। এলাকাবাসীর ধারণা করছেন, স্ত্রীকে হত্যার পর জামিরুল গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। জামিরুল উপজেলার মুক্তি নগর ইউনিয়নের ধনারুহা গ্রামের নান্নু মিয়ার ছেলে।
এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ইউডি মামলা নিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।