আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে ভারতের গোয়ায় চারদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া সব সেবা ও পণ্য বন্ধ থাকবে। এসময়ে কোন গণপরিবহণ চলবে না।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত এই লকডাউন চলবে।
গতকাল মঙ্গলবার গোয়ায় ২ হাজার ১১০ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন। এ নিয়ে ভারতের এই রাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯০৮ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৮৬ জন।