আমাদেরবাংলাদেশ ডেস্ক।।টাঙ্গাইল সদরের চৌধুরী মালঞ্চ মিরপুর এলাকার ১২ বছরের ফুটফুটে শিশু শান্তা। বাবা সিএনজি অটোরিকশা চালক।ছয় ভাই-বোনের মধ্যে পঞ্চম সন্তান সে।
পড়তো স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে।খুব বেশি পছন্দ করতো আখ খেতে। প্রতিদিনের ন্যায় বুধবার (৯ সেপ্টেম্বর) বাড়ির পাশে আখ ক্ষেতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে মসজিদের মাইকে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হলে মধ্যরাতে আখ ক্ষেতের পাশের জঙ্গল থেকে শান্তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
ঢাকায় সিএনজি চালানোর সময় স্বজনদের ফোন পেয়ে বাড়িতে এসে জানতে পারেন তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে ৪ যুবক। মেয়েকে হারিয়ে কান্না কন্ঠে আসামিদের বিচার চান নিহত শান্তার বাবা সাদেক আলী।পরিবারের অভিযোগ, আখ খাওয়ার লোভ দেখিয়ে শিশু শান্তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির।
প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পেলেও ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান।
এদিকে, এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিলেও এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত