নিজস্ব প্রতিবেদক।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা আজ শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন আশুলিয়া থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে মুহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন,আওয়ামিলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন-কে মনোনয়ন দিলেও জনপ্রিয়তা যাচাই করার জন্য অন্যদেরও নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন বলেই আমি আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।
এছাড়া তিনি আরও বলেন যে,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বতঃস্ফূর্ত ও স্বচ্ছ নির্বাচন হবে। এবং এই নির্বাচনে কোনো অনিয়ম হবে না বলে জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।
মুহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি যদি নির্বাচিত হই তাহলে সাভার আশুলিয়ার যত অনুন্নত রাস্তা-ঘাট আছে তার সবগুলো আরসিসি ঢালাই করে নির্মাণ করা হবে। এছাড়াও সমাজের মধ্যে যত অনিয়ম বিশৃঙ্খলা আছে তা দূর করার জন্য যা যা করনীয় তার সবগুলো কাজ আমি করবো এবং অত্র এলাকার মাদক ব্যাবসা দূর করবো।
তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারণ আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। সব সময় সত্য ও ন্যায়ের সাথে থেকেছি। আমি ঢাকা-১৯ আসনীয় এলাকার উন্নয়ন করার লক্ষ্য নিয়েই এমপি নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সকল ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি।
এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা,পাথালিয়া ইউনিয়ন ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি বর্গ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ কয়েকশত জনতা।
এবিডি.কম/জাহাঙ্গীর