আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল পাপুয়া তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ রোববার ভোররাতে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে জানায়, এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬। অর্থাৎ, অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পই হয়েছে পাপুয়ায়।
জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রাদেশিক রাজধানী জয়াপুরা থেকে ১৫৮ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।
তবে সুনামির কোনও আশঙ্কা দেখা যাচ্ছেনা। এ ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই।
প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়।