আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না বিতর্ক। ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা সুলাইমানিকে হত্যার অভিযোগে বিশ্বব্যাপী ঘৃনার চোখে এখন ট্রাম্প। এরমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এ প্রেসিডেন্ট। ফক্স নিউজের সাবেক এক প্রতিবেদককে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ওই প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ওই নারী সাংবাদিককে তিনি তার ট্রাম্প টাওয়ারে যাওয়ার প্রস্তাব দেন, যাতে তারা অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে পারেন।
নারী সাংবাদিকের নাম কোর্টনি ফ্রিয়েল। ট্রাম্পের প্রিয় টিভি শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থাপকের দায়িত্ব পালন করতেন তিনি। সম্প্রতি কোর্টনি ফ্রিয়েল তার বইতে এ নিয়ে মুখ খুলেছেন। বইটির নাম টুনাইট অ্যাট টেন: কিকিং বুজ অ্যান্ড ব্রেকিং নিউজ। ট্রাম্প কোর্টনিকে ফক্স নিউজের ‘সবচেয়ে আবেদনময়ীদের’ একজন হিসেবেও আখ্যা দিয়েছিলেন।
ট্রাম্প বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে ফক্স নিউজের অফিসে ফোন করে কথা বলেছিলেন। ডেইলি নিউজ কোর্টনির বইটি প্রকাশ করেছে। বইয়ে কোর্টনি বলেছেন, ট্রাম্প আয়োজিত মিস ওয়ার্ল্ডের বিচারক হতে চেয়েছিলেন তিনি। এটি শোনার পর ট্রাম্প তাকে জানান, কোর্টনির বিচারক হওয়া সম্ভব নয় কারণ তিনি অন্য টিভি নেটওয়ার্কে কাজ করেন। ট্রাম্প আরও বলেন, ‘মাঝে মাঝে তুমি আমার অফিসে আসতে পারো যাতে আমরা চুমু খেতে পারি’।
আ/রিফাত