নিজস্ব প্রতিবেদকঃ
তাবলীগ জামায়াতের দুপক্ষের মতে অনৈক্য থাকলেও ১৫ ১৬ ও ১৭ তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহম্মদ আব্দুল্লাহ জানান দ্বিতীয় দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি কে দেবেন ‘নেতৃত্ব’। সচিবালয়ে দিনব্যাপী বৈঠকের পর বিকেলে প্রতিমন্ত্রী এসব জানান।
বিশ্ব ইজতেমা সামনে রেখে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, বিদেশি মেহমানদের জন্য ভিসার ব্যবস্থা করাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে এক সভায় আসেন তাবলীগের দু’পক্ষই। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্র জানান, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে নেতৃত্বের বিষয়টি ফয়সালা হয়নি।
ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় দফা বৈঠকের পর মন্ত্রী জানান, কিছু বিষয়ে এখনো মতের পার্থক্য থাকলেও তিনি আশাবাদি শেষ পর্যন্ত সবাই এক জায়গায় পৌঁছবে।
সভা শেষে সাদপন্থীরা সাংবাদিকদের জানান নিরাপত্তার কারণে এখনো একসঙ্গে ইজতেমা করতে তারা রাজী নন।
তবে আবারো কবে তারা আলোচনায় বসবেন সে ব্যাপারে স্পষ্ট কিছুই জানা যায়নি।