আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পাবনার সুজানগরে জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২০ জনকে আসামি করে আরও একটি মামলা করা হয়েছে।
গতকাল রাতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খাইরুল মাস্টার বাদী হয়ে আমিনপুর থানায় মামলাটি করেন। এনিয়ে অস্ত্র ও মারামারির ঘটনায় দুটি মামলা দায়ের করা হল।গতকাল রবিবার দুপুরে উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খাইরুল মাস্টারের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত