আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামীকাল রবিবার থেকে আবারও বিএনপি ও জামায়াত সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার),পিপিএম বলেন,স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার।জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া তিনি আরও বলেন,দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণ-কে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মানিত নাগরিকগণ চলাফেরার ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু