বাগেরহাট সংবাদদাতা।।বাগেরহাট শহরের মুনিগঞ্জে প্রায় আড়াই’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী গঁঞ্জেরশ্বরী কালীমাতা মন্দিরে গ্রিল ভেঙে শুক্রবার রাতে স্বর্ণালংকার ও নগদ-সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা।
শহরের মধ্যে এ ঘটনায় পূঁজারী ও ভক্তবৃন্দের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।শনিবার (০৫ আগস্ট) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সভাপতি এ্যাডভোকেট প্রফুল্ল কুমার পাল ও সাধারণ সম্পাদক অমিত রায় জানান, লোহার জানালা ভেঙে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে।
এরপর তারা কাঠের দরজার কবজা ভেঙে মা কালীর প্রতিমার গলা থেকে স্বর্ণের চেইন, টিপ, কানের দুল, স্বর্ণের জ্বিবা, পায়ের নূপুর এবং নগদ টাকাসহ প্রায় ৫-৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।শ্রীশ্রী গঁঞ্জেরশ্বরী কালী মন্দিরের পুরোহিত উদয় শংকর চক্রবর্ত্তী জানান, শুক্রবার রাত ৯টার দিকে মন্দিরে পূজা শেষ করে দরজা-জানালা বন্ধ করে তিনি বাসায় চলে যান। রাতে মন্দিরে কেউ থাকে না।
সকালে মন্দিরের পূজা দিতে এসে দেখতে পান পেছনের জানালা ভাঙা এবং প্রতিমার সব স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।