শিরোনাম:
নড়াইলে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনের তিন স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থীতা বাতিল আইফোন চুরি করে ব্যাংক থেকে অভিনব কায়দায় সাড়ে ২৮ লাখ টাকা তুলে নেন সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিগজাউম__বন্দর সমূহে সতর্কতা জারি লোহাগড়ায় ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ প্রেস বিজ্ঞপ্তি যশোরের কেশবপুরে নিরাপদ সড়ক চাই এর ৩০তম  প্রতিষ্ঠা বার্ষিকী  পালন দেশের সকল থানার ওসি বদলির নির্দেশ ইসির
বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

বিশেষ প্রতিনিধি।। ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন,কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিক-আপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে সন্দেহ ভাজন এক পিক-আপ ভ্যানের গতিরোধ করা হয়।

এসময় সে পিক-আপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান,পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের চাহিদা বেশি থাকায় গডফাদাররা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু সীমান্তে বিজিবি তৎপর হওয়ায় একের পর এক স্বর্ণের চালান আটক করা সম্ভব হচ্ছে। গডফাদার সহ স্বর্ণ পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সীমান্ত দিয়ে স্বর্ণের চালান শুন্যের কোটায় নামিয়ে আনবো।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম