আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মিয়ানমারে সেনা শাসনবিরোধী চলমান আন্দোলনে পুলিশের গুলিতে আরো ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সামরিক জান্তার বিরুদ্ধে আজও বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভ হয়েছে। এদিকে সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট উন্নয়নের কাজ আটকে দিয়েছে জাপান।
মিয়ানমারের গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে ১৯৮৮ সালের ১৩ই মার্চ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শিক্ষার্থী ফোন মাও। শুক্রবার রাতে তার স্মরণে ইয়াঙ্গুনে মোমবাতি জ্বালিয়ে একত্রিত হয়েছিলেন আন্দোলনকারীরা। ফোন মাওয়ের মৃত্যুর ৩৩ বছর পর আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে উত্তাল মিয়ানমার।
মিয়ানমারে প্রায় প্রতিদিনই সামরিক জান্তার নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ ঝরছে বিক্ষোভকারীর। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। আর প্রিয়জনদের হারিয়ে শোকে কাতর স্বজনরা।
ছেলেকে হারানো এক মা বলেন, ‘ছেলেকে বলেছিলাম যদি ওদের বিরুদ্ধে যাই, ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের কী এভাবেই চুপ থাকতে হবে আর মরতে হবে।’
পাশাপাশি দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা থানার সামনে বিক্ষোভের সময় নির্বিচারে গুলি চালায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘গত রাতে সেনারা তিনজনকে ধরে নিয়ে গেছে, তাদেরকে খুব মারধর করিছল তারা। আমরা তাদেরকে ছেড়ে দিতে বলায় গুলি ছুড়তে থাকে। তখন দুইজন মারা যায়।’
এদিকে মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। এছাড়া অভ্যুথানের কারণে অর্থনৈতিক বিপর্যয়ে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবার মারাত্মক ঘাটতি দেখা দেয়ায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এদিকে, সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট উন্নয়নের কাজ আটকে দিয়েছে জাপান।