আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে আজ আদালতে তোলার কথা রয়েছে।
চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষ হওয়ায় দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে। সোমবার, প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা আরও একদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে।এদিকে চাঞ্চল্যকর এ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে টেকনাফ থানার বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিতকে।
প্রায় সোয়া পাঁচ ঘণ্টা ম্যাজিস্ট্রেটের খাস কামরায় জবানবন্দি দেন তিনি।এর আগে, ১৬৪ ধারায় জবানবন্দি দেন মামলার এক নম্বর আসামি বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলী।
আমাদেরবাংলাদেশ/রিফাত