আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি ও আশপাশের এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, ন্যাশভিলে অন্তত ৪০টি ভবন ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝড়ের পর অনেকেই নিখোঁজ রয়েছেন।