ডেস্ক নিউজ:
দুনিয়ার মধ্যেই স্বর্গসুখের সব আয়োজন নিয়ে গড়ে তোলা হয়েছে এক রিসোর্ট। ফিলিপাইনের পশ্চিমের এক দ্বীপের ওই রিসোর্ট পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শনার্থীদের জন্য অভাবনীয় সব সুযোগ-সুবিধার সঙ্গে রয়েছে নীল জলরাশি ও সাদা বালুর সৈকত। বানওয়া প্রাইভেট আইল্যান্ড নামের এই রিসোর্ট এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট, যেখানে এক রাত থাকতে হলে খরচ করতে হবে ১ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ লাখ টাকা।
ফিলিপাইনের পশ্চিমাংশের ওই আইল্যান্ডটি ইকুয়েডরঘেঁষা। ছয়টি ভিলা ও বাড়তি সুইটসের এই রিসোর্টে একসঙ্গে ৪৮ জন থাকতে পারেন। সেখানে পৌঁছতে হলে অতিথিদের যেতে হবে হেলিকপ্টার বা সি-প্লেনে। প্রতিটি ভিলায় রয়েছে স্বতন্ত্র পুল, হটটাব এবং খাদ্য ও পানীয় সরবরাহ করার জন্য শেফদের একটি করে দল। মেনুতে রয়েছে তরতাজা মাছ ও সদ্য তোলা টাটকা সবজি। অতিথিরা সাগরের নানা শৈবাল ও পাখির দেখাও পাবেন রিসোর্টে। অন্য সুবিধার মধ্যে রয়েছে টেনিস কোর্ট, গলফ ক্লাব, বিভিন্ন ধরনের নৌকা চালানো, জেট স্কিং, স্কোবা ডাইভিং।
সূত্র: নিউইর্য়ক টাইমস