আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) সকালে বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানান তিনি।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার কার্যকাল। অর্থাৎ আগামী নির্বাচনের সময় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকবেন নতুন রাষ্ট্রপতি।
কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার কোন সুযোগ নেই।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু