শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এসময় তিনি বলেন, নিয়ম মেনে বিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম চালাবে। এ ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ।

দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতোবিনিময় করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় শত শত নেতাকর্মী শুভেচ্ছা জানাতে সেখানে ভীড় জমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সকল বাধা অতিক্রম করে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন।