সাভারে ডিবি’র অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক ৫ | আমাদেরবাংলাদেশ.কম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

সাভারে ডিবি’র অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক ৫

  • সর্বশেষ আপডেট সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার জালেশ্বর সাকিনস্থ মাশরুম সেন্টার এলাকা থেকে
১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী- কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ( ১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল রবিবার রাত্রে সাভার মডেল থানার জালেশ্বর সাকিনস্থ মাশরুম সেন্টার এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। এসময় তিনি আরোও বলেন আটক আসামীদের-কে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকায় বিক্রয় করে বলে তারা জানায়।

আটককৃত আসামি হলেন ১। মোঃ আব্দুল আলীম (২৬), পিতা-মৃত আব্দুল হাকিম,গ্রাম-মধ্য বল্লমপুর, থানা-কুমিল্লা সদর,জেলা-কুমিল্লা,২। মোঃ শফিকুল ইসলাম তপু (২৭), পিতা-মোঃ রোকন মিয়া, গ্রাম-ইটাল্লা,থানা-কুমিল্লা সদর,জেলা-কুমিল্লা,৩। মোঃ বাদল (৩৫), পিতা-নজরুল ইসলাম কালু, গ্রাম-আনন্দপুর,থানা-বুড়িচং,জেলা-কুমিল্লা,৪। মোঃ রফিক (২৬), পিতা-মৃত আব্দুস সাত্তার,গ্রাম-মধ্য মাঝিগাছা,থানা-কুমিল্লা সদর,জেলা-কুমিল্লা,৫। মোঃ আকাশ (৩০),পিতা-মৃত মোখলেছুর রহমান, গ্রাম-শাহীবাগ,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল রবিবার রাত্র ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার জালেশ্বর সাকিনস্থ মাশরুম সেন্টার এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আব্দুল আলীম (২৬),২। মোঃ শফিকুল ইসলাম তপু (২৭),৩। মোঃ বাদল (৩৫),৪। মোঃ রফিক (২৬),৫। মোঃ আকাশ (৩০), নামের ৫ মাদক ব্যবসায়ী-কে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/ জাহাঙ্গীর আলম (রাজু)

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved ©আমাদের বাংলাদেশ ডট কম
Developed By amaderbangladesh.com