নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার সিএন্ডবি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গত কাল সোমবার (২৯ মে) রাত ১০টার সময় সাভারের সিএন্ডবি এলাকা থেকে তাদের-কে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হলেন (১) মোঃ বাবু (২৪), পিতা-আব্দুর রব,গ্রাম-দক্ষিণ জামসিং থানা-সাভার মডেল,জেলা-ঢাকা। (২) মো: মহিউদ্দিন ময়না (৩৩) তার ভাই (৩) মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত বাবর আলী গ্রাম-উত্তর চাপাইন লালটেক-সাভার মডেল,জেলা- ঢাকা,(৪) মোঃ রবিন (২৬), মোঃ মজিদ,গ্রাম আড়াপাড়া থানা-সাভার মডেল,জেলা- ঢাকা। (৫) মোঃ সোহান (২০), পিতা মৃত আব্দুর সাত্তার,গ্রাম চিতইবাজার থানা রাজবাড়ী সদর জেলা রাজবাড়ী।(৬) মোঃ রিপন (২৫),পিতা মোঃ ফজল,গ্রাম কলমা,থানা সাভার মডেল জেলা ঢাকা। (৭) মোঃ জামাল (৩৫),পিতা আকরাম আলী,গ্রাম জামসিং,থানা সাভার মডেল জেলা ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এস আই এসআই (নিঃ)মোহাম্মদ শাহাদাত এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার রাত্র ১০টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মোঃ বাবু (২৪), (২) মো: মহিউদ্দিন ময়না (৩৩)(৩) মোঃ সাদ্দাম হোসেন (৩২),(৪) মোঃ রবিন (২৬),(৫) মোঃ সোহান (২০),(৬) মোঃ রিপন (২৫),(৭) মোঃ জামাল (৩৫),-কে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই এসআই (নিঃ)মোহাম্মদ শাহাদাত এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের সিএন্ডবি এলাকায় এক দল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে সুইচগিয়ার,লোহার তৈরি চাকু,লোহার রড সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার আসামীদের-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা সবাই সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছে এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় ডাকাতি করে আসিতেছে। এছাড়া আটককৃত ডাকাত দলের সদস্যদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম