হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন | আমাদেরবাংলাদেশ.কম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন

হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন

  • সর্বশেষ আপডেট রবিবার, ১২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

শনিবার (১১ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এছাড়া বিকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।

হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)।

সম্প্রতি শিশুদের রঙ্গিন আয়োজনে অংশগ্রহণ করেন পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজের এর শিক্ষার্থীরা।শিশু শিক্ষার্থীদের মনোজ্ঞ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি বলেন,শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলতে ধরাবাঁধা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজোন ও সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচ-প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে।

এছাড়া তিনি আরোও বলেন,বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে শিক্ষা খাত অন্যতম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে।এতে বহিঃবিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখতে পারছে। এসময় তিনি হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদেরকে তুলে ধরার জন্য উৎসাহ প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ডা: ফরিদা ইয়াসমিন,ঢাকা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ খাঁন।ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল,সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন,ধামসোনা ইউনিয়ন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাশিদা বেগম, ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশীদ মন্ডল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্টাতা সদস্য মোকলেছুর রহমান,দাতা সদস্য মোঃ মিজানুর রহমান,মোঃ ফারুক আহমেদ,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ খোরশেদ আলম,এ্যড: আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা ও জমি দাতা আলহাজ্ব মোঃ আবুল বাশার বাচ্চু,আলহাজ্ব মোঃ মোকলেছুর রহমান,আলহাজ্ব মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে ছিলো পুরস্কার বিতরণী পর্ব এবং শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চোখ ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশুদের একক ও সমবেত পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।

আমাদেরবাংলাদেশ ডটকম/ জাহাঙ্গীর আলম রাজু

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved ©আমাদের বাংলাদেশ ডট কম
Developed By amaderbangladesh.com