এ বিষয়ে নবি মুম্বই অ্যাপোলো হাসপাতালের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. লক্ষ্ণ জেসানি বলেছেন, যে স্যানিটাইজারে ৭০ থেকে ৮০% অ্যালকোহল রয়েছে সেটি ব্যবহার করতে। এই ধরনের সানাইটিসার ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়কেই নষ্ট করে দেয় সহজেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঠেকাতে সম্প্রতি স্যানিটাইজার ব্যবহারের একটি নির্দেশিকা দিয়েছে। জেনে নিন, কীভাবে করোনাভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে ব্যবহার করবেন এই স্যানিটাইজার।
১. হাতের তেলোয় বেশ খানিকটা স্যানিটাইজার নিন।
২. এবার হাতের দুই তালু ঘষুন।
৩. বাঁ হাতের ওপর ডান হাত রাখুন। আঙুলের মধ্যে এবং উলটো পিঠে ঘষুন।
৪. ফের দুই হাতের তালুতে ভালো করে ঘষুন।
৫. আঙুলের পিছনেও ঘষুন।
৬.হাত ঘুকিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন।
৭. আঙুলগুলি ঘুরিয়ে পরিষ্কার করুন।
৮. শুকিয়ে গেলে আপনার হাত জীবাণুমুক্ত।