পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন সোমবার (১ জুলাই)সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।
২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।
ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/)।