আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বার্সেলোনাকে সেই ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই ম্যানচেস্টার সিটিতে যেতে চাইছেন মেসি। ডেইলি রেকর্ড পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডট কম।
আজ বার্সার সাথে বৈঠক হচ্ছে মেসির বাবার। তার ফ্রি ট্রান্সফারের প্রস্তাবের বিপরিতে কাতালানরাও দেবে বেশ কয়েকটা প্রস্তাব।বার্সেলোনা থেকে লিওনেল মেসির বিদায়, ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, অফিসিয়াল ঘোষণা আসা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বিরল ধরনের সেই ট্রান্সফারের প্রক্রিয়া কেমন হবে সেটা এখনো অস্পষ্ট।
তবে বার্সেলোনাকে যেকোনো মূল্যে এবার ছাড়ছেন মেসি, সেটা ওই ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে হলেও। তবে সেই বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করা হবে পাঁচ বছরের কিস্তিতে।খবর সত্যি হলে কেবল ফুটবলে নয়, সব খেলা মিলিয়ে দুনিয়ার সবচেয়ে দামি অ্যাথলেট হতে চলেছেন এলএমটেন।
রিপোর্ট আরো বলছে, ম্যানসিটির পক্ষে থেকে দেয়া প্রস্তাবই মেনে নিচ্ছেন মেসি। সে অনুযায়ী আগামী তিন বছর সিটিজেনদের জার্সি গায়ে খেলবেন আর্জেন্টাইন সুপার স্টার। পরের দুবছরের জন্য চলে যাবেন সিটি ফুটবল গ্রুপের আরেক ক্লাব এমএলএসের নিউ ইয়র্ক সিটি এফসিতে।
তবে এসব আসলেই হচ্ছে কিনা তা নিশ্চিত হতে পারে মেসির বাবা ও ম্যানেজার হোর্হে মেসির সাথে বার্সা প্রেসিডেন্টের বুধবারের বৈঠকের পর। আগের দিনই সিনিয়র মেসি রোজারিও থেকে রওনা দিয়েছে বার্সেলোনার উদ্দেশে।বার্তেম্যুর সাথে বৈঠকে এজেন্ডা ঠিকঠাক আগে থেকেই। মেসির প্রস্তাব, ফ্রি ট্রান্সফারের অথবা রিলিজ ক্লজ যতটা কমিয়ে আনা যায়। আর বার্তেমেয়্যুর কাছে আছে আরো দুই বছর মেয়াদী নতুন চুক্তির প্রস্তাব।
অথবা বিনা বেতনে ফুটবল ছেড়ে ২০২১-এর সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করা। তবে আলোচনা থেকে সমাধান না মিললে মেসির ট্রান্সফার ডিল গড়াতে পারে আদালত পর্যন্ত। ফুটবল আইনে শাস্তির মুখেও পড়তে পারেন লিওনেল মেসি।
আমাদেরবাংলাদেশ/রিফাত