মৌলভীবাজার সংবাদদাতা।। অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানানো হয়েছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকীকে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। পরে বড়লেখা উপজেলার তারাদরম পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
ইসলামী এ পন্ডিতের মৃত্যুতে জেলাজুড়ে আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। তার জানাযায় অংশ নেন প্রখ্যাত পীর মাশায়েখ, শিক্ষাবিদ, আলেম, ভক্ত, গুণগ্রাহী এবং রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (র.) ছিলেন ইসলামের নিরলস খাদিম, একজন প্রবীণ শিক্ষাবিদ,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ, আনজুমানে আর ইসলাহ’র স্হায়ী কমিটির সদস্য। শুক্রবার রাত ১:৩০ মিনিটের সময় মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন।তার জানাযায় উপস্থিত ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ছাহেবজাদা ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নেছার আহমদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি শামসুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মকবুল হোসেন খান,সাধারণ সম্পাদক এমএ আলিম, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু,কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা তালামীযের সাধারণ সম্পাদক নাছির খান।