নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্মক রোধে আজ থেকে অনির্দিষ্টিকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিট্রা) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে করোনা মোকাবিলায় সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে যেসব লঞ্চ এই মুহূর্তে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে রওনা হয়েছে সেগুলো এই নির্দেশনার বাইরে থাকবে বলে জানান তিনি।
এ দিকে করোনা মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।