আমাদেরবাংলাদেশ ডেস্ক: নানা অনিশ্চয়তার দোলাচল শেষে আজ ভর্তি পরীক্ষা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের- বুয়েটে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে ৩ ঘণ্টার আর আর্কিটেকচার বিষয়ে পড়তে ৫ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। এ বছর ১২টি বিভাগের ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটের ভর্তি পরীক্ষা হওয়া নিয়ে সংশয় দেখা যায়। পরে শিক্ষার্থীদের ১০ দাবির মধ্যে বুয়েট কর্তৃপক্ষ অন্তত ৫টি দাবি মেনে নিলে ভর্তি পরীক্ষা না হতে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে আন্দোলনকারীরা।
দুই দিনের জন্য আন্দোলন শিথিল করে ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে।ভর্তি পরীক্ষার পর ভবিষ্যত আন্দোলনের কর্মসূচী নিয়ে আলোচনায় বসবে শিক্ষার্থীরা। তবে বুয়েট প্রশাসন মনে করে দাবি অনুযায়ী ব্যবস্থা নেয়ায় দ্রুতই ক্লাসে ফিরবে আন্দোলনকারীরা।