ঢাকা।। অবশেষে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে লকডাউন তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ৭৬ দিন অবরুদ্ধ থাকার পর ৮ এপ্রিল বুধবার থেকে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এ উপলক্ষে শহরজুড়ে করা হয় বর্ণিল আলোকসজ্জা। খবর বিবিসি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় এক পর্যায়ে গত ২৩ জানুয়ারি থেকে শহরটি লকডাউন করে দেওয়া হয়।
লকডাউন উঠে যাওয়ায় উহানের রাস্তায় ফের লোকজনের চলাচল শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে যানবাহন। মিলেছে অন্যান্য শহর বা প্রদেশ থেকে উহানে আসা যাওয়ার অনুমতি। অর্থাৎ উহান এখন আগের মতোই উন্মুক্ত।
এর আগে ৭ এপ্রিল মঙ্গলবার চীনা কর্তৃপক্ষ ঘোষণা করে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সোমবার দেশটিতে প্রথমবারের মতো এ ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ওই ঘোষণার পরই বুধবার থেকে উহানের লকডাউন তুলে নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম