নিজস্ব প্রতিবেদ।। অভয়নগর থানার পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় অভয়নগর থানার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম।
এস’পি বলেন,ডিসেম্বর মহান বিজয় দিবসের মাস,বাঙালি জাতীয় জীবনে এক গৌরবময় দিন।১৯৭১ সালের বাংলাদেশের ইতিহাসের মাঝে যে মহান অর্জিত হয়েছে সেটি চিরদিন অটুট থাকবে। এক যুগের পর আরেক যুগে এই প্রেরণা আমাদের জীবনকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সকলেই জানেন,১৯৭১ সালের ২৫ মার্চ রাতের সেই কাল রাতের ঘটনা। সেদিন বাঙালির ওপর অমানবিক নির্যাতন করে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা।
তিনি আরোও বলেন,তবে বাঙালি জাতির আত্মবিশ্বাস এবং সাহস এর কারনে সেই বছরের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। বাংলাদেশের প্রতিটি মানুষের জাতীয় জীবনে এবং এই দেশের জন্য সবচেয়ে গৌরবময় এবং পবিত্রতম একটি দিন।
বিজয়ের আনন্দোজ্জল এ মুহূর্তে প্রথমেই যে কথা মনে পড়ে তা হলো,এ দেশের অসংখ্য দেশপ্রেমিক শহিদের কথা। ১৯৭১ সালে এ দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের ২৪ বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল।
সে সময়ের সাহসী বাঙালিরা তাদের নিজেদের জীবন বাজি রেখে এবং নিজেদের বুকে গুলি বসিয়ে বিসর্জন করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। পৃথিবীর বুকে কিংবা নতুন সে মানচিত্রে হাত দিলে বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ,আমরা সকলেই সেই স্বাধীন দেশের নাগরিক।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার,’’খ’’ সার্কেল,এছাড়া জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ,বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু