আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জয় প্রকাশ রেড্ডি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। তার অভিনয় জীবনের শুরু হয় ব্রহ্মপুত্রুদু ফিল্ম দিয়ে। এছাড়াও যেসব ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেমিনচুকুদাম রা, গাব্বার সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।
‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম