অনলাইন ডেস্ক।। বগুড়ায় দুর্গাপূজার শপিং (কেনাকাট) করার জন্য কম টাকা দেওয়ায় বাবার ওপর অভিমানে ফাঁস নিয়ে কনক সরকার নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কনক ওই গ্রামের অরেন সরকারের ছেলে।
তিনি উপজেলার হাটকড়ি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, পূজার কেনাকাটা করতে মঙ্গলবার বাবার কাছে তিন হাজার টাকা দাবি করেন কনক। তার বাবা অরেন তাকে ওই সময় এক হাজার টাকা দেন এবং বলেন পরে বাকি টাকা দিচ্ছি। কিন্তু এতে অভিমান করেন কনক। তিনি তখন নিজ ঘরে গিয়ে উচ্চশব্দে গান বাজাতে থাকেন এবং ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, কনকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম