আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ‘প্লাস্টিক খেয়ে মরে যাচ্ছে গরু’ উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে গতকাল (২৫ অক্টোবর) বলা হয়, প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশে না এবং গরু প্লাস্টিক খেয়ে মরেও যাচ্ছে বলে কাপড়ের ব্যাগ ব্যবহার বাড়াতে এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার এড়াতে অনুরোধ করেছেন অমিত শাহ।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনেই সম্প্রতি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
অমিত শাহের নির্বাচনী এলাকা গুজরাটের গান্ধিনগরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অমিত শাহ। সেই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেককে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে ব্যাগ দেওয়া হয়েছে। এই কাপড়ের ব্যাগটি শাক-সবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন।”
ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা আরও বলেন, “আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং ফলস্বরূপ, তারা মারা যায়।… আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং সবাই আপনাদেরকে অনুসরণ করবে।”